Sunday, January 1, 2017

উনিশ বছর পর ফের ভিলেন কাজল!
তুমুল জনপ্রিয় বলিউড অভিনেত্রীর নাম নিলে সবার আগে যিনি তালিকায় স্থান করে নেয়ার অধিকার রাখেন তিনি ‘কুচ কুচ হুতা হ্যায়’ খ্যাত তারকা অভিনেত্রী কাজল। অথচ গত তিন দশক ধরে জনপ্রিয় এই অভিনেত্রী দ্বিতীয়বারের মত দেখা যাবে ভিলেন হিসেবে!
হ্যাঁ। দীর্ঘ উনিশ বছর পর পর্দায় ফের ভিলেন হিসেবে আসতে যাচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। এর আগে ‘গুপ্ত’ নামের একটি ছবিতে নেগিটিভ রোলে অভিনয় করেছিলেন তিনি।
উনিশ বছর আগে ববি দেওল ও মণীষা কৈরালার সঙ্গে পর্দায় ছিলেন কাজল। সেখানে তাকে ভিলেন হিসেবে প্রথম দেখা মেলে। এরপর আবারও ভিলেন হিসেবে দেখা যাওয়ার কথা তাকে। তবে বলিউডের ছবিতে নয়, বরং একটি তামিল ছবিতে নেগিটিভ রোলে দেখা মিলবে তার।
তামিল ইন্ডাস্ট্রির প্রভাবশালী অভিনেতা ধানুশের সঙ্গে ‘ভিআইপি-২’ ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে কাজলকে। দ্বিতীয়বারের মতো এরকম নেগেটিভ রোলে অভিনয়ের কথা জানিয়েছেন স্বয়ং কাজলই।
ছবিটি সম্পর্কে জানাতে গিয়ে কাজল বলেন, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমে তামিল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় আমাকে। আমি প্রস্তাবটি ফিরিয়ে দেই। কিন্তু পরবর্তীতে আমাকে ছবির চিত্রনাট্য দেয়া হলে সেটা পড়ে আমি রাজি হই।
‘ভিআইপি’ তামিল ইন্ডাস্ট্রির একটি বাণিজ্যসফল এবং আলোচিত চলচ্চিত্র। তুমুল জনপ্রিয়তার জন্যই ছবিটির সিক্যুয়াল নির্মাণ করছেন নির্মাতা। ছবিটিতে ধানুশ কাজল ছাড়াও অভিনয় করবেন হৃষিকেশ, অমলা পাল ও শরন্যা।
কোহলিকে চেনেন না সানি লিওন!

ভারতে অনেকেই ক্রিকেটকে ধর্ম মনে করেন, আর ক্রিকেটারদের মনে করেন ঈশ্বর। ভারত এমনই একটা দেশ যেখানে নামীদামী তারকারাও সেদেশের ক্রিকেটারদের নিজেদের আইকন মনে করেন৷ কিন্তু এবার হালের বলিউড ডিভা সানি লিওন যে ঘটনা ঘটালেন সেটা জানলে আপনি অবাক হবেন। সেই সঙ্গে লজ্জাও পেতে পারেন৷
সম্প্রতি একটি সাক্ষাতকারে বলিউডের হট মডেল অভিনেত্রী সানি লিওনকে ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়৷ তবে ক্রিকেট নিয়ে প্রথম প্রশ্ন করার পরেই বোঝা যায় এ বিষয়টিতে তিনি একেবারেই অজ্ঞ। সানি লিওনকে জিজ্ঞাসা করা হয়, ‘ক্রিকেটে সবথেকে সুদর্শন পুরুষ কাকে বলে মনে করেন তিনি ?’ উত্তরে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘সচিন টেন্ডুলকর। ’ এরপর সানিকে জিজ্ঞাসা করা হয়, বিরাট কোহলিকে তার কেমন লাগে?
উত্তরে সানি লিওন বলেন, তিনি নাকি বিরাট কোহলিকে চেনেন না। এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে থাকা ভারতের টেস্ট অধিনায়ককে না চেনাটা সত্যি সকলকে অবাক করেছে।

বিশ্বের সর্বোচ্চ তাপ প্রতিরোধী বস্তুর সন্ধান

বিশ্বের সবচেয়ে বেশি তাপ প্রতিরোধী বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণার পর এই বস্তু উদ্ভাবন করেছেন ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের গবেষকরা। নতুন এই পদার্থ প্রায় ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অবিকৃত থাকে বলে দাবি তাদের।
বিশ্বের সমস্ত তাপ প্রতিরোধী পদার্থই কোনো না কোনো ধাতুর কার্বাইড ‌যৌগ। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ম্যাজিক দেখায় কার্বন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গবেষকরা ট্যান্টালাম নামে এটি ধাতুর কারবাইড ‌যৌগের (TaC) সঙ্গে হাফনিয়াম নামে আরেকটি ধাতুর কার্বাইড মিশিয়ে তৈরি করেছেন নতুন এক পদার্থ, ‌যা ৩,৯০৫ ডিগ্রি সেলসিয়াস তামপামাত্রেতেও গলে না।

নতুন এই পদার্থ হাইপারসনিক মহাকাশ‌যানের তাপবর্ম তৈরি করতে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে সমস্যা একটাই, ট্যান্টালাম ও হাফনিয়াম পৃথিবীতে পাওয়া ‌যায় খুব কম।
ঐশ্বরিয়াকে বাদ দিলেন অভিষেক

ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের সংসারজীবন বেশ সুখের বলেই সবার জানা। তবে এখন ভালো যাচ্ছে না তাদের সম্পর্ক। স¤প্রতি অভিষেক তার হোম প্রোডাকশন থেকে বাদ দিয়ে দিয়েছেন ঐশ্বরিয়াকে। খুব শিগগিরই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লেফটি’ ছবির কাজ শুরু করবেন অভিষেক। প্রভুদেবার পরিচালনায় এই থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিষেক। অনেকেই ভেবেছিলেন, অনেক দিন পর অভিষেক-ঐশ্বর্য জুটিকে ফের দেখা যাবে পর্দায়। কিন্তু না! ঐশ্বর্য নন। বরং আরো কম বয়েসের নায়িকা খুঁজছেন অভিষেক। নতুন মুখের খোঁজ করতে টিমকে নির্দেশ দিয়েছেন তিনি। অভিষেকের মতে, নায়িকার চরিত্রটির জন্য ঐশ্বর্য উপযুক্ত নন। তিনি অতিরিক্ত ম্যাচিওর।

Recent Posts

Middel Bellow Long

Square Top

Popular Posts

Text Widget