Sunday, January 1, 2017

কোহলিকে চেনেন না সানি লিওন!

ভারতে অনেকেই ক্রিকেটকে ধর্ম মনে করেন, আর ক্রিকেটারদের মনে করেন ঈশ্বর। ভারত এমনই একটা দেশ যেখানে নামীদামী তারকারাও সেদেশের ক্রিকেটারদের নিজেদের আইকন মনে করেন৷ কিন্তু এবার হালের বলিউড ডিভা সানি লিওন যে ঘটনা ঘটালেন সেটা জানলে আপনি অবাক হবেন। সেই সঙ্গে লজ্জাও পেতে পারেন৷
সম্প্রতি একটি সাক্ষাতকারে বলিউডের হট মডেল অভিনেত্রী সানি লিওনকে ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়৷ তবে ক্রিকেট নিয়ে প্রথম প্রশ্ন করার পরেই বোঝা যায় এ বিষয়টিতে তিনি একেবারেই অজ্ঞ। সানি লিওনকে জিজ্ঞাসা করা হয়, ‘ক্রিকেটে সবথেকে সুদর্শন পুরুষ কাকে বলে মনে করেন তিনি ?’ উত্তরে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘সচিন টেন্ডুলকর। ’ এরপর সানিকে জিজ্ঞাসা করা হয়, বিরাট কোহলিকে তার কেমন লাগে?
উত্তরে সানি লিওন বলেন, তিনি নাকি বিরাট কোহলিকে চেনেন না। এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে থাকা ভারতের টেস্ট অধিনায়ককে না চেনাটা সত্যি সকলকে অবাক করেছে।

0 comments:

Post a Comment

Recent Posts

Middel Bellow Long

Square Top

Popular Posts

Text Widget