Saturday, December 31, 2016

ডুয়াল সিমে যাচ্ছে আইফোন 
এবার আইফোনে যুক্ত হচ্ছে ডুয়াল সিম প্রযুক্তি। বর্তমানে বাজারে থাকা অধিকাংশ মোবাইল ফোনে ডুয়াল সিম প্রযুক্তি ব্যবহার করা হলেও এক্ষেত্রে ব্যতিক্রম অ্যাপলের আইফোন। ফলে বেশির ভাগ ব্যবহারকারী আইফোনের পাশাপাশি অন্য সিমের সুবিধা পাওয়ার জন্য ডুয়াল সিমের ফোন ব্যবহার করে।
তাই চাহিদা থাকার পরও অন্য অ্যানড্রয়েডের জন্য কিছুটা বাজার ছেড়ে দিতে হচ্ছে অ্যাপলকে। আর এই বিষয়টা মাথায় রেখে আইফোনে ডুয়াল সিম প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। ইতোমধ্যে চীনে ডুয়াল সিম আইফোন ডিভাইস তৈরি করার পেটেন্টও জমা দিয়েছে কোম্পানি। তার আগেই অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ডুয়াল সিম মোবাইল ডিভাইসের পেটেন্টটি পেয়েছে।
তাই বলা যায়, বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের বড় একটি আবেদন পূরণ হতে চলছে। ওই পেটেন্ট আবেদনে একাধিক সিমকার্ড যুক্ত করা বিষয়ে বলা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারী দুটি সিম ব্যবহার করবে সে বিষয়ে গ্রাফ দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে ডুয়াল সিম সুবিধার আইফোন আনতে পেটেন্ট আবেদন করেছিল অ্যাপল। যেখানে অগ্রাধিকারভিত্তিতে সিম নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ একটি সিমকার্ড ফোনকলের জন্য সক্রিয়ভাবে ব্যবহার করা হলে দ্বিতীয় সিম ডাটা ব্যবহারের ব্যাপারে অগ্রাধিকার পাবে।
বর্তমানে স্মার্টফোনের বাজারগুলোয় ডুয়াল সিম সুবিধার স্মার্টফোনের জমজমাট ব্যবসা চলছে। সেই বাজারে নিজেদের টিকিয়ে রাখতেই অ্যাপল ডুয়াল সিম সংস্করণে মনোযোগ দিচ্ছে।

Tuesday, December 27, 2016

‘আমি নাকি বিদেশী, পুরুষ এবং সহ-অভিনেত্রীদের সঙ্গে রাত কাটিয়েছি’

দীর্ঘ দুদশক ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। বলিউড তাঁর কাছ থেকে বহু ব্লকবাস্টার ছবি উপহারও পেয়েছে। তাঁর প্রতিভার ব্যপ্তি ঘটেছে বিভিন্ন দিকে। এরসঙ্গে ব্যপ্তি ঘটেছে নিন্দুকদের তাঁর চরিত্র সম্পর্কে মতামতেও। তাঁদের দাবি শাহরুখ শুধু তাঁর সহ-অভিনেত্রীদের সঙ্গেই রাত কাটান না, তাঁর বিছানায় রাত কাটিয়েছেন পুরুষ এবং বহু বিদেশীও
শাহরুখ এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এবার নিন্দুকদের সেই মতামত প্রসঙ্গে মুখ খুললেন। তবে কিং খানের দাবি, তাঁর চরিত্র সম্পর্কে এই সমস্ত মন্তব্য কখনও সেভাবে প্রভাবিত করেনি তাঁর এবং গৌরীর সম্পর্ককে।
শাহরুখের দাবি, তিনি বিনোদন জগৎের সঙ্গে যুক্ত সেবিষয় যথেষ্টই ওয়াকিবহাল গৌরী। এবং সিনেমার সঙ্গে যুক্ত থাকলে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতেই হয়। সেই মেলামেশাকে কেউ যদি অন্যভাবে বলে, তাহলে সেনিয়ে কোনও মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করেন না শাহরুখ। তাঁর দাবি, তিনি এবং গৌরী শুধু একটি মাত্র বিষয় নিয়েই আলোচনা করেন এবং চিন্তিত, সেটা হল তাঁর সন্তান। কিং খান এও দাবি করেন, গৌরী জানে, তাঁর এসব করার জন্যে সময় নেই, তিনি যতক্ষণ জেগে থাকেন, ততক্ষণ শুধু কাজই করেন।
তবে শাহরুখের ভক্তরাও জানেন, সুপারস্টার রাতে ঘুমোন না। তিনি খুবই অল্প সময় ঘুমোন এবং প্রচুর পরিমাণের কফি খান। শাহরুখ নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি জল খান না, মূলত কফিই খান, এবং দিনে ১০০ টা সিগারেট খান।
তবে সাক্ষাৎকারের শেষে, শাহরুখ এও বলেন, মহিলারা হলেন ভগবানের তৈরি সবচেয়ে সুন্দর, নরম, মিষ্টি এবং বুদ্ধিদৃপ্ত সৃষ্টি। নারী ছাড়া জীবন বৃথা, মনে করেন বলিউড বাদশা।
বিপাকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা
ঝলমলে রোদের আলোয় কোন্দে নাস্ট ট্র্যাভেলারের কভার ফটোতে পিগি চপসের ছবি, টিশার্টের সাদা আভা ভেদ করে উঁকি দিচ্ছে ভাজ। দুনিয়ার নজর সেখানেই থাকার কথা ছিল। কিন্তু ঘুরে গেল প্রিয়াঙ্কার পড়া টিশার্টের লেখা দেখে। যার জেরে বিপাকে বলিউড অভিনেত্রী।
টি-শার্টটিতে একটি লেখার জন্যই টুইটারে সমালোচনায় বিদ্ধ ‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী। কিন্তু কী লেখা টি-শার্টিটিতে, যার জন্য এত সমালোচিত প্রিয়াঙ্কা?
কোন্দে নাস্ট ট্র্যাভেলার ছবিটি তাঁদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে। যেখানে প্রথম তিনটি শব্দ কেটে দেওয়া এবং শেষ শব্দটি ‘ট্র্যাভেলার’ অর্থাৎ অভিযাত্রী। আর বাদ দেওয়া শব্দ তিনটির মধ্যেই রয়েছে ‘রিফিউজি’ কথাটি। আর এখানেই বেজায় চটেছেন অনেকে। মনে করা হচ্ছে শরণার্থীদের না পছন্দ পিগি চপসের। তাই শব্দটি কেটে দেওয়া হয়েছে। আর এরপরেই ওই পত্রিকা এবং প্রিয়াঙ্কা দু’জনেই সমালোচিত হন।
গোটা বিশ্ব যখন শরণার্থীদের নিয়ে চিন্তিত, সেখানে প্রিয়াঙ্কা কেন তাঁদের পাশে নেই! হতাশ হয়ে মন্তব্য করেন অনেকেই।এ ছাড়াও অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি প্রিয়াঙ্কা কিংবা কোন্দে নাস্ট ট্র্যাভেলার।
এদিকে ওই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিগি চপস বলেন, তাঁর ছুটি কাটাতে বেশ ভালোই লাগে। তাই সময় পেলেই তিনি লস অ্যাঞ্জেলস-এ ছুটি কাটাতে চলে আসেন। [Ref: amaderprotidin.com]

Monday, December 26, 2016

The title track of Coffee With D was released today. The film stars Sunil Grover, Anjana Sukhani, Dipannita Sharma, Rajesh Sharma, Zakir Hussain and Pankaj Tripathi in lead roles.
The song has been sung by Anu Malik and composed by Shaan and his band Superbia. Check out the song here: 

 

Directed by Vishal Mihra, the film is slated to release on 6th January,2017. Funny Version of this song is 
 
Download it from here:

 

Sunday, December 25, 2016

Definition of all Film Industries: Movie-woods 
Hollywood  
Hollywood  is a district in Los Angeles, California, United States (yes, it’s not a movie industry in itself, as believed popularly). The place situated west-northwest of downtown Los Angeles, got it’s cultural identity as the center of movie studios and movie stars when movie making activities increased in the early 20th century.
In the modern time, Hollywood has become an iconic name to represent the US movie industry. The success of Hollywood movies has inspired other film industries to nickname themselves with Hollywood-inspired names.

India has the largest share of names after Hollywood to represent the local movie industries. Although, many names like Bollywood are popular worldwide, others haven’t gained much popularity. Lets, list the name: 

Indian Film Industries
Bollywood - After Hollywood, Indian movie industry is considered to the biggest in the world. The largest part in the Indian movie industry is located in Mumbai, popularly known as Bollywood – an amalgamation of Bombay and Hollywood. 
Tollywood - Telugu Film Industry (more popular) but, it was originally termed for West Bengal Film industry after Tollygunj and Bollywood in 1932 by Wilford E. Deming in American Cinematographer. The name is referred to as the first Hollywood inspired name.

Kollywood - Kollywood a portmanteau of the words Kodambakkam, an area of Chennai, where Tamil language feature films are produced, and Hollywood. Kollywood West refer to Tamil movies produced in western countries and the term Kollywood South refer to Tamil movies made in Singapore, Sri Lanka and India.
Ollywood - Oriya Film Industry in India.

Mollywood - The term refers to the Mlayalam film industry in India.
Punjwood - Punjabi language movie industry in India
Sandalwood - Kannada language film industry in Karnataka, India
Sollywood - Sindh language movie industry in India.
Dhollywood – is the Gujarati film industry in India.
Chollywood - Peruvian film industry. 

Pakistani Film Industries

Lollywood - Pakistani Film Industry, named for Lahore, Pakistan based movies. The word was first coined in 1989 by a gossip columnist Saleem Nasir.
Kariwood - Karachi film industry – named after Pakistani capital Karachi.
Pollywood - Pasthu film industry in Peshawar, Pakistan. 

Others Film Industries (Around the World)
Dhallywood (Dhaliwood) - Bangladeshi film industry; a portmanteau of the words Dhaka and Hollywood 
Kabulwood - represents Afghan Cinema. 
Hollywood North – the film industry in Canada, specifically Vancouver and Toronto is termed Hollywood North. The term has been in use to describe Canadian film and television production since the late 1970s 
Hollywood of the East – Egypt movie industry
Wellywood – Cinema of Wellington New Zealand

Nollywood – Cinema of Nigeria 
Sollywood – South Africa Film Industry (Coined in 2010) 
Apart from the US and India, other parts of the world are also obsessed by the word Hollywood: 
Bulawood - Fiji film industry. The word Bula is a word of greeting in Fijian language. +Hollywood). 
Nepalwood or a Nellywood would be simple and easiest alternative to represent Nepali movie industry.
It is clear, we can’t claim Kollywood to be Kathmandu movie industry when it is an already well established name to represent something else. A name Nollywood (for Nepal + Hollywood) is also taken, so is Pollywood (Pokhara Kollywood (Nepal) is also referred sometimes as movies made in the capital, Kathmandu, Nepal.



Wednesday, December 21, 2016


Fast and Furious 8 Trailer Out:

Fast & Furious 8 Movie coming soon in April 14, 2007



Jolly LLB 2 Trailer Out
Jolly LLB 2 Trailer Out:


Recent Posts

Middel Bellow Long

Square Top

Popular Posts

Text Widget